তোমার ইচ্ছে নদীটা,ইচ্ছা মতো চলে
ভাঙা কিংবা ডোবা তোমার বেখেয়াল ,
সহজেই ছিড়ে ফেল আমার স্বপ্নজাল।


তোমার আছে জল দীঘি,ফুঁটে নীলপদ্ম
নীল পদ্ম তুলিতে হাজার লোকের ভীর,
আমায় নিয়ে ভাবনা, তাই নয় বেশী গভীর।


তুমি বন্য পাখীর মত,আকাশটাই তোমার
আমার আছে ছোট্ট তরী এপার আর ওপার,
তোমার ইচ্ছে নদীতেই মোর জীবন হলো পার।