এখনো শিউলি বেলী রাতে ফুটে
নদী বয়ে যায় সাগর জলে।
এখনো চাঁদের আগমনে ফুল হাসে
বৈশাখে গান হয় বটমুলে।।
এখনো দুষ্টুমি হয় সেই ক্লাস রুমে
প্রেমিকের নামে দেয় অভিযোগ।
এখনো তুমি আছো আমি আছি
নেই  শুধু যোগাযোগ।।