মানুষ যত পায় তত চায়
চাওয়ার যেন শেষ নাই।
অর্থ চায় ক্ষমতা চায়
যে কোন উপায়ে চায় -ই চায়।
স্বার্থের জন্য মানিনা বৈধ সূত্র
সর্বদায় করি দ্বৈত চরিত্র।
অর্থ প্রাপ্তির নেশায়
যাচ্ছে জীবন অসুস্থ ধারায়।
মানুষ যত পায় তত চায়
সম্পদ গড়ার তীব্র নেশায়,
মদও খায় মসজিদ/মন্দিরে ও যায়।
আছে সম্পদ রাশি রাশি
তবুও আরো চায় বেশি বেশি।
ধর্মেও আছি,জিরাফেও আছি
কেউ কানা কেউ মাছি।
সময়ের ব্যবধানে চলছে-
খেলা “কানামাছি”।।