ল্যাম্পপোস্টের মৃদু আলোয়
দাড়িয়ে অনিন্দ্য সুন্দরী নারী।
কোন সে জ্যামে থেমেছে আজ
ফ্লাইওভারের গোড়ায় গাড়ী?
কাঁচের জানালায় দেখতে পাই
সে তো  হারানো সুরের গীতালি।
কর্মহীন বেকারের প্রেম অবহেলে
বিয়ে করেছিল এক বিত্তশালী।
সোডিয়ামের মৃদু আলোতে
নগর জুড়ে সুনসান নিরবতা।
ল্যাম্পপোস্টগুলো দাড়িয়ে আছে
কেউ কারো সাথে বলে না কথা।
পিছন থেকে কাঁপা কাঁপা গলায়
কোথায় যেন শুনেছিলাম এ স্বর।
বিত্তশালী পয়সাওয়ালা পেয়ে
যে প্রেম ছুড়ে ছিলে সে বহুদূর।