এ আলো ছায়ার খেলা
যাচ্ছে কেটে বেলা।
কত রঙ্গের প্রজাপতি
মনে দিয়ে যায় দোলা।
তুমি বারান্দায় আসো
খোলা চুলে হাসো।
তোমার চুলের মিষ্টি গন্ধে
শহরের বাতাস বহে মৃদু ছন্দে,
আমি বিমোহিত সানন্দে।
তুমি দূর থেকে ডাকো
কাছে এলে মুখ ঢাকো।
তোমার ভিতর বলে আসো
বাহির বলে যাও,
আসা যাওয়ার দ্বন্দ্বে
কি সুখ তুমি পাও।
তোমার লুকোচুরি খেলা
আমার সইনা পরানে।
জ্বলছি আমি তোমার প্রেমের
মধুর বিরহ  দহনে।।