সম্পদের চেয়ে অর্থের যোগান
বেশি হলে মুদ্রাস্ফীতি হয়।
মেধার চেয়ে পাশের হার
বেশি হলে তাকে কী কয়?
এত যে পাশের ছড়াছড়ি
যেন ফেল করা মহাপাপ।
মেধাহীন কাগজে সনদ
হবে না তো আবার অভিশাপ?
মেধাহীন  পাশের মহা উৎসব
পারবে কী করতে বিশ্ব জয়?
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির
আগামির বিশ্বে অবাক তাকিয়ে রই।
মাকাল ফলের মত সুন্দর যেন না হয়
মেধাহীন দের পাশের জয় ধ্বনি।
মেরুদন্ডহীন অন্ধকার প্রজন্ম
দিচ্ছে না তো আবার হাতছানি?