মহাকাশ ,চন্দ্র,দিনমণি
তাহার চেয়ে দামী,
আমার গর্ভধারিণী।
বিশাল সমুদ্র কত ধনবান
হবে নাকো তবু মায়ের সমান।
কত অপরাধ করেছি ভুলে
দূরন্ত এক শৈশবকালে।
ঝড়ো হাওয়ায় ঝড়ের দিনে
নিজে ভিজে পাকা আম এনে,
দিতো আমার হাতে।
মজা করে খেতাম সেটা
আমার মায়ের সাথে।
কনকনে শীতের রাতে
কষ্ট করত তীব্র শীতে।
রাখত আমায় আঁচল পেতে।
শীতের দিনে স্নানটি শেষে
আঁচল দিয়ে দিত মুছে,
এমন সুখ আর কিসে আছে?
গ্রীষ্মের দিনে তীব্র তাপদাহে
বৃষ্টির জন্য উঠত মানুষ হ্যাপিতেশে।
তবুও প্রাণ জুড়াতো শীতল পরশে
আমার মায়ের হাত পাখার বাতাসে।।