আমি বৃষ্টি ভালবাসি
একা ভিজতে চাই না।
তোমায় নিয়ে ভিজবো
এটাই আমার বায়না।
তুমি ফুল ভালোবাস
নিজে তুলতে চাওনা।
তোমার জন্য এনেছি ফুল
হাতটা একটু বাড়াও না!
ফুল তুলিতে, কাঁটার আঘাতে
পাই যে আমি ব্যাথা।
সে তো ব্যাথা নয়,কত মধুময়
পেয়েছি আমি তোমার হদয়।
কত মেঘ ছিল আমার আকাশে
কতকাল গেল সন্যাসী বেশে।
খুঁজিয়াছি তোমায় দিক দিগন্ত
হারিয়েছে জীবনে  কত বসন্ত,
এই পান্তপথে ছিলেম ক্লান্ত।
তোমার আগমনে সুখের অনুরনে
নগর জুড়ে উৎসবের আয়োজন।
সাজিয়েছি ফুলে ফুলে সব রাজপথে
আলোক সজ্জায় সব উঁচু ভবন।
নিন্দুকেরা সব করে মানববন্ধন
ঠেকাতে চায় তোমার আগমন।
হেসে হেসে আমি করি তাদের দমন
আজ আমার প্রিয়ার সাথে  হইবেই মিলন।।