নির্বোধ হামবড়া যেন সমার্থক
কথাবলে অযাচিত অনর্থক।
পাগলের প্রলাপ,বিনোদনের খোরাক
নিজেকে ভাবে ভাল,বাকি সবাই খারাপ।
কাকের কি আশা পাকিলে বেল
নিজের চরকায় দেয়না তেল।
কাজের বেলায় টুসটাস
কথা বলে বেফাস বেফাস।
শকুন উড়োক যতই উঁচুতে
দৃষ্টি সদায় থাকে নিচুতে।
আহাম্মক নির্বোধ উপড়ে উঠুক যত
স্বভাব থাকিবে শকুনের মত।