এ নিখিল পান্থশালা
চলছে ঘূর্ণিপাকের খেলা,
জমছে এক আজব মেলা।
এ মেলা জমছে কেন?
জানেন তিনি অন্তর্যামী।
পান্থপথের পথিক আমি।
কতক ফুল রজনীতে ফুঁটে
ভোরের আলোর আগে ঝরে
কিছু ফুল অবহেলায় ঝড়ে পড়ে।
কতক ফুল সুবাস ছড়ায় হয় যে মালা
কত ফুল বিষে ভরা হয় না মালা।
এ নিখিল পান্থশালা।
নগন্য ক্ষমতার জোরে উড়ি
তাই তো আমি পড়ে মরি।
আমার ভুলে আমি বিপদগামী
তুমি মহান অন্তর্যামী।।