পায়ে শিকলের বেড়ি
মনে কল্পলোকের সিঁড়ি,
ভাসিয়েছো সুখের তরী।
মনের যুদ্ধে জিততে বাধা
গোপন পাপে মত্ত সদা।
চিত্তাকর্ষের এত আয়োজন
সদায় তুমি কর যোজন
পুন্যের পথ দিয়ে বিয়োজন।
তোমার চর্ম চোখে ভ্রম
অন্তর চক্ষু বন্ধ।
তোমার মাঝে বিরাজ করে
পাপ পুণ্যের দ্বন্দ্ব।
লোক দেখানো দামী আহার
করিছো তুমি ভক্ষন।
অনাহারির হাত ফিরিয়েছো,
ভেঙ্গেছো তাহার মন।
মেঘগুলো সব জড়ো হলে
সূর্যটাকেও ঢাকে,
আলোকিত পৃথিবীটা হঠাৎ
অন্ধকারে ঢুকে।