ইসলাম অনন্য পরশ পাথর
যার ছোঁয়ায় পুষ্পের মত
কোমল হয়,পাথর হৃদয়।
ইসলামের সৌন্দর্য দেখে
কত নিষ্ঠুর,কাফির,জালিম
ধারন করেছে তা নিজের বুকে।
নবীজির শীর খন্ডিত করতে
ওমর ছুটিলেন তরবারি হাতে।
পথে দেখা এক সাহাবির সাথে।
সাহাবি বলিলেন,ওমর কোথায় যাও
আগে বোন ভাগ্নের খবর নাও।
গিয়ে দেখলেন বোনের বাড়ীতে
ক্ষুব্ধ ওমর মুগ্ধ কোরআনের তেলোয়াতে।
অনুতপ্ত অতীত জীবনের ভুলে
ফিরলেন ইসলামের ছায়াতলে।
একদা ওমর খাত্তাবের শাসনামলে
ধর্মগুরু আসিলেন নালিশ নিয়ে।
কে যেন ইসার মূর্তির নাক ভেঙ্গেছে
গভর্ণর আমর সপ্তাহখানেক সময় চেয়েছে।
এক সপ্তাহ পর না পাইয়া  অপরাধী
আমর কহিলেন আমার নাক কেটে,              
  মূর্তির নাক পূরন করতে যদি।
  চমকিত হইয়া  ধর্মগুরু অভিভূত
কহিলেন ,ইসলামের বিচার কত উন্নত
যাহার  আদর্শ  আরো মহিমান্বিত।