পথ শিশু পথ শিশু, পথই তাদের  বাড়ি।
নগরীর পথে ঘাটে, তাদের  ছড়াছড়ি।
পথশিশু ছিন্নমূল, জীবনের নেই কূল।
না বুঝে করছে তারা,অহরহ কত ভুল।
নগরীর মোড়ে মোড়ে,সহসা ভিক্ষা করে।
অন্যের পকেটে,  সুযোগ পেলে ছুঁ মারে।
পলিথিনে ডান্ডি ভরে,পথশিশু নেশা করে।
নেশা করে পার্কের কোণে, ভয় নাই যে মনে।
পথশিশুদের উন্নয়নে,ভাবতে হবে উদার মনে।
শিশুরা আগামীর আলো,তাদেরও বাসো ভালো।।