ক্রিকেটের মাঠে,পাকিদের জয়ে
উল্লাসে ফেঁটে পড়ে যার মন।
কে বলে বাংলাদেশি তারে
পাকি প্রেতাত্মার নতুন ভার্সন।
খেলার মাঠে দেশের পরাজয়ে
কেমন করে তুমি পাকি পতাকা নিয়ে,
কর জয়ের উদযাপন।
একবারও কি লাল সবুজের পতাকার
জন্য কাঁদে না তোমার মন?
কত আত্মত্যাগ আর মায়ের সম্ভ্রমে
পেলাম লাল সবুজের পতাকা।
লাল বৃত্তটা কত তাজা রক্তে আঁকা
কেমন কর হেয় কর তা বোকা?
শত বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে
অস্ত্র হাতে বীর বাঙ্গালী নেমেছিল যুদ্ধে।
খালি হলো কত মায়ের বুক
অবশেষে পেলাম স্বাধীনতার সুখ।