মোর কর্ণকুহর শুনেছে যেদিন
তোমার মধুর কণ্ঠ ধ্বনি।
পাখির কণ্ঠে গান শুনার অভিলাষ
হারিয়েছে সেদিন, ওগো প্রিয়ভাষিণী।
তুমি যাহা বল তাহাই হয় গান
সুরের গীতালি হয়ে জুড়ায় প্রাণ।
কত সুর কত গান বাজে দিবনিশি
নদীর কলকল ধ্বনি যেন অবিনাশী।
তার চেয়েও শ্রুতি মধুর যখন
তুমি বল “প্রিয় তোমায় ভালবাসি”।
কথা আর সুরে পেলাম স্বরলিপি
সুখের উপন্যাসের যেন পান্ডুলিপি।
উপমা আর ছন্দে মোর কবিতা খানি
তোমার আগমনে পূর্ণতা পেল,
ওগো প্রিয়ভাষিণী।।