প্রতিবন্ধি মানুষটিকে,করিসনে অবহেলা।
ভালোবাসা তাদের জন্য,করিসনে একলা।
প্রতিবন্ধি হতে পারে,প্রতিভাবন্ধী তারা নয়।
সুযোগ পেলে হতে পারে,তারা সম্ভাবনাময়।
খেলার মাঠে আছে তাদের,খেলার অধিকার।
শ্রেণী কক্ষে পায় যেন তারা , সুদৃষ্টি সবার।
ফুটপাতে চলার সময়,হয় যেন  সাবধান।
প্রতিবন্ধী মানুষদের কে, দেয় যেন  সম্মান।
লোকাল বাসে রিজার্ভ রাখি,প্রতিবন্ধী আসন।
যত্ন করে বসতে দেয়,উদার করি মোদের মন।
কানা খুঁড়া বলে তাদের গালমন্দ নাহি করি
প্রতিবন্ধী মানুষদের সাথে,সদাচরণ  করি।।