নিটোল কপোলে ঘন কালো তিল,
দুটি আঁখিতে আছে আকাশ নীল।
আঁখি পানে দেখি,
কত ছবি  আঁকি।
বাঁধন হারা কেশ অবাধ্য অবিরত,
দখিনা হাওয়ায় উড়ে ঢেউয়ের মত।
ঘন কালো কেশে,
মন হারালাম শেষে।
শুচিস্মিতার হাসির ঐ ঝর্ণা ধারা,
হিয়ার মাঝে লাগে টান রশি ছাড়া।
এসো প্রিয়া নীপবনে,
বর্ষা বাদলের দিনে।।