সময় যাচ্ছে গাণিতিক হারে
মানুষ বাড়ছে জ্যামিতিক হারে।
দিবানিশি খুঁজি আমি যারে
কোথায় গেলে পাবো তারে?
আমি বহু নগর বন্দরে
নোঙ্গর ফেলি রণে বনে।
তবুও হয়না দেখা
আমার মনের মানুষের সনে।
মনের মানুষ আছে নিরালে
আমার সময় কাটে হেলে দুলে।
সময়ের সাধন করে অসময়ে
কি লাভ হবে ফুঁটো পাত্রে জল ঢেলে?
আগুন জ্বলছে যে জলে।
পান করছি তা মনের ভুলে
সময় তো যাচ্ছে চলে।
সময়ের ট্রেনে আমি এক যাত্রী
গন্তব্য শেষে নামিয়ে দিবে
যতই থাকুক,না নামবার আপত্তি।।