করেছো মহা ব্যয় অর্থ-সম্পদ,
এতিম মিসকিনকে ভেবেছো আপদ।
করনি অল্প ব্যয় স্বজনের মহব্বতে,
কর্কশ হয়েছো,মুসাফির ভিক্ষুকের সাথে।
প্রতিজ্ঞা ভুলে, দাও তুমি ফাঁকি
হবে নাকো তুমি,কভু মুত্তাকি।
আলোর পর যেমন আঁধার আসে
অভাব আসে প্রাচুর্যের শেষে।
জীবন যায় পিষে,দুঃখ ক্লেশে
গভীর সংকটে যদি হয় সব মিছে।
ধৈর্যের ফরিয়াদ,জানাই হে মহান
সৃজন করেছেন যিনি বিশ্ব-জাহান।
কল্যানের পথে হতে চাই যাত্রী
ইমান নিয়ে, জানাই বাঁচার আকুতি।
দাও হে প্রভু হিমালয়ের মত ভিত্তি
সত্যাশ্রয়ী,পরহেযগার হিসাবে
কবুল কর,এ মোর মিনতি।


আল্লাহ মহান
তারিখঃ০৩/১১/২০২১ইং, সন্ধ্যা। নারায়ণগঞ্জ।