সুখের নেশায় ছুঁটছে মানুষ
নিরন্তর সুখ খুঁজছে।
সুখ সেতো সোনার হরিণ
ক'জন সুখী হচ্ছে?
টাকা-পয়সা ধন-দৌলতে
মানুষ সুখ খুঁজে বেড়ায়।
দৈহিক সুখের লাগি মানুষ
অট্রালিকা বানায়।
ব্যস্ত মানুষ মত্ত সদায়
জাগতিক সুখের আশায়।
মরীচিকার মত আসে সুখ
বেমালুম  ভুলে যায়।
অর্থের বিনিময়ে সুখ পেতে চাও
সুখ কি বাজারের পন্য?
সুখ সে তো মনস্তাত্ত্বিক
অল্পে তুষ্টির জন্য।
যারা শুধু নিতে জানে
দিতে কিছু চায় না।
তারা কখনো সুখী হয় না।
সুখের জন্য কিনতে চাও
চাঁদের দেশে জমি।
সুখ পেতে খুব সহজে,
সৃষ্টিকর্তায় আত্মসমর্থন-  
যদি করতে তুমি।
স্বার্থিক উদ্দেশ্যের উপর
সুখ নির্ভর নয়।
সুখ আসবে যদি
শুকরিয়া জানিয়ে তোমার দিন শুরু হয়।