গাছের ডালে স্বর্ণলতা,
রূপের তাহার নেইকো শেষ।
অন্যের গায়ে জড়িয়ে,
আছে তো সে এইতো বেশ।
নেই কোন বাকল শেকর,
দাপটে বেড়ায় অন্যের উপর।
আশ্রয় দাতার জীবন যায়,
তাহার কি বা আসে যায়।
পরের ধনে পোদ্দারি,
সুযোগ পেলে করে চুরি।
আবার দেখায় ছিনাজুড়ি
এমন লোক ভুরি ভুরি।।