জলের বেশে থাকো তুমি
   মিটাও প্রাণের তৃষ্ণা।
কেমন করে পাথর কাটে
সেটাও তোমার আছে জানা।
সবুজ ফসল পাব বলে
জমি নিলাম নদীর কূলে।
রাশি রাশি ফসল ফলছে  
জমি ভাসছে নদীর জলে।
তেল ভেবে জল প্রদীপে দিলে
প্রদীপ শিখা জ্বলবে কভু?
তেলে জ্বলে প্রদীপ শিখা
জলে নিভু নিভু।।