পশুগুলো আজ খামার বন্দী
সবুজ চাদরে শূণ্য চারণভূমি ।
সবুজ ফসলে ভরেছে জমি
পশুরা করেনা ক্ষতির ফন্দী।
ওরা কারা টেটা বল্লম হাতে?
ফসলের মাঠে, দলে দলে নামে।
আবার পরষ্পরকে আঘাত হানে।
ওরা আসে ভেড়ার পালের মত
তুচ্ছ কারনে করে রক্তের ক্ষত।
ভাইয়ের আঘাতে ভাই নিহত,
তা দেখে পশুরা হাসে অবিরত।
সভ্য জগতে এ কেমন অভিশাপ?
ট্যাঁটা যুদ্ধের নামে অসভ্য কাজ,
সন্তান হারিয়ে কাঁদে মা বাপ।।