এ ঠুনকো জীবনে,করি কত বড়াই
তাসের ঘরের মত,হঠাৎ ভেঙে যাই।
কত আয়োজন,  অনাড়ম্বর জীবন
হঠাৎ থেমে গেলে,অন্ধকার ভুবন।
ভুলের অতীত থেকে,কিছুই শিখি না
ক্ষনিকের অতিথি,কেউ মানতে চায় না।
ধুসর বালু চরে,মরিচিকায় আটকে থাকি
আছে তো সময়, এমন ভেবে দেয় ফাঁকি।