জেলি ভরা ভেজাল চিংড়ি মাছ
কচকচ করে খেয়ে সিনা টানটান।
চিনিতে আছে মাইক্রোপ্লাস্টিক
গবেষণায় মিলছে তার প্রমান।
কৃত্রিম রঙে রঙিন তরমুজ খেয়ে
গরমে আরামে  জুড়ায় প্রাণ।
প্লাস্টিকে বানানো চাল ডিম
সে কি ভেবেছিলাম কোনদিন?
মামলেট অমলেট খেয়ে খেয়ে
দিব্যি কেটে যাচ্ছে মোদের দিন।
মাছে আর ফলে ফরমালিন আছে
দিন যাচ্ছে মোদের এসব খেতে খেতে,
বেঁচে আছি নিশ্চয় খোদার রহমতে।।