সব কিছু ষেমন ছিল তেমনি রয়েছে
যেমন ছিল সব কিছু তেমনি রেখেছি আমি
শুধু হৃদয় রুমালে মুছে গেছি তোমার টেবিল
সে রুমালে আবার মুছেছি আমার মুখ,
দেখো হয়ত মুখে সে মহাদায়দাগ
এখনো লেগে আছে।


আমি গাঁ-এর ছেলে
প্রতারণা শিখিনি,
মিথ্যে ভাণ কাকে বলে জানিনি
তাই কোনো দিন কাউকে ছোটোও করিনি।


শুধু তোমায় না বলে-
তোমার টেবিলে উলটো করে রাখা
পুরানো ফুলদানিটি সোজা করে রেখেছি।


।।  ।।   ।।   ।।   ।।