চাইনা আমি সোনার পালং চাইনা আমার রাজত্ব,
পাই মা যেন তোমার স্নেহ পাই যেন সৎ স্বত্ব।
বিদ্যা রূপা প্রাণ রূপা,তুমি মা দেবী সারাৎসারা,
কালের উপর বসে আছো মা মহাকালী চমৎকারা।
বিশ্ব জুড়ে উদার সুরে তোমার নিয়ম রীতি চলে,
কেউ বলে গড-আল্লা-নির্গুণ কেউ নিরাকার বলে।


যেইবা তুমি হও, যে বেশেই রও যেমন কথা কও
শুধু আমায় মানুষ করো আর সৎ চরিত্রশক্তি দাও।
সত্য পথেই চলতে চাই, সত্যি কথাই বলতে চা্‌ই,
ভ্রমে লোভে মিথ্যে ছলে নিজেরে যেন না হারাই।
চাই শুধু ভাত ও নুন বিদ্যে জ্ঞান সুবুদ্ধি গুণ,
চাই মর্ম বিবেক বোধ চাই বর্ম কর্ম ভক্তি তূণ।


।।  ।।  ।।  ।।  ।।