আকাশের কোণে ছিল কোন মেঘ
হয়ত দেখিনি, সূর্য না উঠা সে সকাল
ইস্কুল ঘড়ির টানে ছুটিয়েছিল
আলপথে মাঠে ঘাটে,একা একা
কৈশোর গিয়েছিল প্রিয় পুকুরের জলে
অসাবধানে জল ছিটেছিল--
তার বার্নিশড পবিত্র গায়ে।


তারপর রূঢ় কথারা এল কত শেল;
বারো বছরের ঐটুকু ছেলে কি করে জানবে
কেন এল উড়ল অত অপমান পাল ?
সেদিন বুঝিনি ভদ্রতা,সৌজন্যে কিছু বলিনি
আজ ক্ষমা চাইছি।


।। ।।  ।। ।।  ।।