জীবনে একটিও মিথ্যে কথা বলোনি তুমি,
কে পারে একালে ওমন সাধন ?
কোনোদিন কারো কোনো ক্ষতি করোনি তুমি,
একালে কে আছে এমন অসাধারণ ?


সাতাত্তর বছরের এক স্বতন্ত্র দিব্যপথ
নিখাদ স্বপ্নের মত মনে হয়,
বিস্ময়ে দেখেছি অহিংস এক গাছে
ফুটেছে কত সংযত ফুল
ভেবে অবাক হয়ে রই,
প্রণত চিত্তে আশ্চর্য হয়ে দেখি
মহাপুরুষের সুঘ্রাণ
আচারে বিচারে অশনে শয়নে তোমার,


সত্যের ব্রত ছিল তোমার জীবন
সৎমার্গ সৌরভ দিয়ে গেছো তুমি বাবা।
আজ তুমি নেই;
তবু তোমার আদর্শ রয়ে গেছে
এ সূর্য-আলোকে এই সহিষ্ণু মাটিতে
এই মর্ত্য-বাতাসে এই পেয় জলে
এপবিত্র অনল জুড়ে শুনি
কেবল একটি থেরী গাথা,
পিতারূপে গুরুরূপে পেয়েছি তোমার দুর্লভ সঙ্গ।


।। ।। ।। ।।  ।।