কে আর পড়বে বই?
লিখবে খাতায় -
স্মার্ট ফোনে অথবা কম্পিউটারে?
যদি না মানুষই থাকে
বইয়ের পাতা যদি বন্ধ হয়ে যায়!
রোগে আর সন্ত্রাসে।


যদি প্রতারণা করে অক্ষর
ফোন , মেল, বন্ধু
এবং শব্দেরা
মানুষ তবে কাকে বিশ্বাস করবে?


যদি দুঃখে কাটে গুরু ও শিষ্যের কাল
জ্ঞান যদি কলেজে ও চরিত্রে না থাকে
খবরে আর খাবারে যদি থাকে অবিশ্বাস
এবং ঘুমে, তবে
বইয়ের পাতা বন্ধ থাকাই ভালো।


বইয়ের পাতা যদি বন্ধ হয়,
ক্ষোভে ও সন্ত্রাসে আর রোগে
যদি জগৎ রেগে ওঠে ভীষণ,
বিপর্যয়ে যদি ধ্বংস হয়
সাধু উপশম,
লোকালয় এবং ইন্টারনেট,
তবে ইতিহাস লিখে রাখো
আবার পাহাড়ে গুহায়-
যারা কঠিন ঝড় সহ্য করে
যারা হাজার লক্ষ বছর বাঁচে।


।। ।।  ।। ।।  ।।