নিভন্ত আলোর হিম

নিভন্ত আলোর হিম
কবি
প্রকাশনী পরম্পরা
প্রচ্ছদ শিল্পী দেবাসিশ সাহা
স্বত্ব শ্রীপর্ণ
প্রথম প্রকাশ জানুয়ারী ২০১১
সর্বশেষ সংস্করণ ১ম
বিক্রয় মূল্য ৬০ টাকা

সংক্ষিপ্ত বর্ণনা

৪৬টি কবিতার সংকলন এই গ্রন্থটি।
প্রথম কবিতা -স্টেশনের ভালবাসা।
শেষ কবিতা- ধ্বংসের পরে।
কবিতা গুলি রচনার সময়কাল ২০০৮ থেকে ২০১০ খ্রিষ্টাব্দ।
জীবনের আলো আমাদের পৃথিবীতে একেবারে নেভে না, তবু কখনো কখনো মনে হয় এইবুঝি সব শেষ হয়ে গেল। মানবতা , প্রেম, দয়া মায়া বুঝি সভ্যতা থেকে হারিয়ে গেল! এই ব্যক্তিগত আশঙ্কা , সংশয় আর সামাজিক - রাজনৈতিক দুষ্কৃতায়নের যাঁতাকলে পড়ে যে সব মানুষেরা হিংস্রতার বলি হয়-
আর ফিরে আসেনা , তাদের বিহনে দরদী মানবাত্মার যে কষ্ট ও দুঃখের সাধন হয় তার বোধ থেকে জাত হয়েছে এই কবিতা গুলি।

উৎসর্গ

এই পৃথিবীর
সেই সব মৃত জনকে
যাঁরা হিন্স্রতার বলি হয়েছেন,
ফিরে আসবেন না
আর কখনো...