ধ্বংস হয়ে গেছে স্মারক অনেক
তবু কেউ ধরবে গান
কেউ করবে পান,
শব্দের উল্লাসে প্রমত্ত মানুষের হুজুগ
আর হুজুগের মহা উল্লাসে পৌঁছবে
গাঁ-শহরে এক সুর।


ধ্বংস হয়ে গেছে অনেকটা বোধ
তবু কেউ করবে মান
কেউ বলবে জা্‌ন,
মায়াবী আলোরা সব চোখে মুখে উত্তাপে উৎসুক,
কুয়াশার মত বিভূঁই স্বপ্নেরা
তবু ঝেঁপে আসে বলরুমে রাতে।


ধ্বংস হয়ে গেছে অনেকটা সমাজ
তবু কেউ ধরবে রাত্রির টান
কেউ তুলবে জীবনের ধান,
প্রভাতী নৌকায় সওয়ারি হলে- আমি ভিক্ষা চাই
হে প্রিয় শক্তিমান নতুন বছর,
অস্থির মানুষকে তুমি এবার সিদ্ধি দাও।


।।  ।।  ।।   ।।  ।।