তোমারি কাজ করছে যারা
তোমারি ইচ্ছায়,তটভূমি
রূপোলি জলের ঢেউ, বালুকণা
তোমায় ভালোবেসে
প্রতিটি নতুন সকাল
সার্থক বলে জেনেছে --
ওই বয়স্ক সরল দম্পতি
খ্যাতিহীন গ্রামের আলো।


তবু জাগতিক অন্যায়, প্রতিবেশী অপপ্রচার
অপমানে জর্জরিত হয়ে
বহুদূরে তারা সরে যায় নি আজও,
দাঁড়িয়েছে তারা তোমারি আঙিনায়
নীল আকাশ সূর্য  
বুকের মাঝে রেখে
বলেছে তারা --আমাদের মানুষ কর
মেধা দাও দৃষ্টি দাও।
সত্য পাঠ দাও।


শোনো হে মহাকর্ণ ওদের কথা শোনো
নতজানু ভক্তিতে উজ্জ্বল
সত্য পাঠ দাও --
হে পরমপিতা পাঠ দাও।


।। ।।  ।।  ।।  ।।