ভাবছি আমি কেবল দেহ – এই তো চাক্ষুষ প্রমাণ
চক্ষে দেখি, নাকে শুঁকি, কথা শুনতে থাকে কান।
ভেবে দেখি দেহের মধ্যে রয়েছে হাত মাথা
আছে গলা বক্ষ উদর আছে পায়ের পাতা।


ভাবছি আমি কেবল মন- এইতো কল্পনা প্রমাণ
ইচ্ছে করে ছুটি উড়ি, আকাশ জুড়ে ওড়াই গান।
ভেবে দেখি মনের মধ্যেই আছে ভাব নানা
আছে লোভ রাগ হিংসা, আছে পাপ বাসনা।


তবু কি ছাই সত্যি শান্তি সে আনন্দ ধর্ম মেলে
কী পেলে ভাই কী পেলে কে যেন গহনে বলে।
দেহের মধ্যে মন আছে, বাসায় আছে ডিম
তারি মধ্যে আছেকি আলো জ্বলছে টিমটিম?


।।  ।।  ।।  ।।  ।।