শুধু সেবা দাও
ধরো দুর্বল হাত
রুগ্ন গাছটির শিকড় বাড়াও।


পাশ্চাত্য হাওয়ায় জাগে যে অদ্ভুত -
ভোগ ও যন্ত্র- আবর্জনা, তাতে নেই
বাণিজ্যে ও চমৎকারিত্বে নেই,
মাটির ভিতরে আছে প্রাণ রস
সে রসে ভরাও প্রাণ --
পাতা -ফুল- ফল- আকাশ।


তবে জাগাও সাধনা
যোগে দেখো কাণ্ডে ও শাখায়,
শরীরে ও মনে তবে কেন অস্থির ঝড় আসে?


তবে এই বেলা ভাবো,
চিনে নাও স্বদেশী মাটির ঘ্রাণ।


গাছটির শিকড় বাড়াও।


।। ।। ।। ।। ।।