হে বন্ধু!
ঈদ কিংবা পার্বণেতে,
শুক্লা তিথি অষ্টমীতে,
তুমুল প্রানের দুষ্টুমিতে,
অট্টহাসির আনন্দটা পাই না এখন!


ভরদুপুরে মাঝপুকুরে
ডুব দিয়ে কে আনবে মাটি,
কার ঢিলে কে ভাংতে পারে
ডজনখানেক আমের ঝুঁটি,
তুচ্ছ সেসব গ্রাম্য খেলা আর জমে না;
কেউ এখন আর গাঁয়ের হাটে
আমার আসার অপেক্ষাতে
আর থাকে না!


এখন আমার জমাট বাঁধা কষ্টগুলো,
বুক পাঁজরে লুকিয়ে থাকে,
তুই যদি দোস্ত না-ই বা শুনিস;
কোথায় যাবো, বলবো কাকে?


দুরন্ত সে দিনের স্মৃতি-
আমরা ক'জন কোমলমতি
গাঁও মাতাতাম দস্যিপনায়,
চরকা কাটা ঘুড়ির পিছে
সারা দুপুর মিছে মিছে
ঘোরার কথা আজো আমার ভীষন করে
মনে পড়ে যায়,
যেথায় থাকিস বন্ধু আমার
আয় ছুটে আয়!



লন্ডন
১৭ এপ্রিল ২০১৮