প্রলুব্ধ চিত্তের ইচ্ছার কাছে পরাজিত মার্জিত মন-
দ্বন্দ্ব প্রতিক্ষণ।
সকলেই স্বার্থের টানে হতে চায় জয়ী-
সংঘাত রক্তক্ষয়ী;
সততার সোনালি মুকুটের আকাংখা
বিচূর্ণ হয় জীবনের অমোঘ প্রয়োজনে,
পরাজয়ের কর্দমাক্ত গ্লানি কে নিতে চায়?
তাই, অবতীর্ণ সৎ ও শঠতার রণে।
বিজয়ের মধুর স্বাদ সেই পায়-
যে উঠে নীতির উর্ধ্ব সোপানে।


জীবনের বাঁকে বাঁকে লালসার সুরম্য আয়োজন,
বড় সুতীব্র তার টান;
সত্যের সোনালি মুকুট তার-ই জোটে-
যে ঝরাতে পারে-
ন্যায়ের তরবারীতে লালসার রক্ত বান।


সততার সংকল্প দিয়ে যে দিবসের সূচনা,
মিহিন মোমের মতো সে ঝরে ঝরে যায়-
আপোষের উষ্ণতায়;
দিন শেষে অবশিষ্ট থাকে-
কেবল-ই পোড় খাওয়া সূতো,
গৌরবের পুষ্পমাল্য তার-ই জোটে-
নিজেকে যে রাখে পবিত্র পূতো।


লোভের অর্জনটুকু চকচকে,
আদতে সে অন্তসারশূন্য;
সততার পবিত্র শান্তির আস্বাদ যে পেয়েছে-
সে-ই জানে এ সুখ কী স্বর্গীয়, কী অনন্য!


লন্ডন
২২ এপ্রিল ২০১৮