অপরাপর দিনগুলোর তুলনায়,
আজকের দিনটি অন্যরকম।


আজ সারাদিন আমি বাইরে বেরুবো না।
মোবাইল ও ল্যান্ডফোনের সুইচ অফ করে রেখেছি,
পরিচিত কারো সাথেই কুশল বিনিময় করার কোন আগ্রহ নেই আজ আমার।


আজ সারাটাদিন শুধু তোমার জন্য ।
আজকের দিনের প্রতিটি ঘন্টা , প্রতিটি মিনিট,এমনকি প্রতিটি সেকেন্ড শুধুমাত্র তোমাকে ভাবার জন্য ।


হোক না ছুটির দিন , তাতে কি হয়েছে!
প্যারিসের আলো ঝলমলে কোন শপিং সেন্টারে গিয়ে-
অপ্রয়োজনে পারফিউম নাড়াচাড়া করবো না আজ।
ফিমেল ফ্যার্শন কর্ণারে যেয়ে ভাববো না-
আচ্ছা, কালো নেটের এই অন্তর্বাসটি
তোমাকে কেমন মানাতো!


আজ সারা দিন আমি ঘরে বসে শুধু ভাববো তোমাকে।
হাই ভলিয়ুমে গান ছেড়ে দিয়ে-
আমি কল্পনায় তোমার জগতে হারিয়ে যাবো,
তোমার সকল নিষেধ অমান্য করে
হয়ে যাবো দস্যু লুটেরা।
আর প্লেয়ারের সাথে কন্ঠ মিলিয়ে গাইবো
' ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন
ইউ আর এভরিথিং ফর মি ' ।


আজকের দিনে আমার
এই আলো-ছায়াময় ঘর ,
জানালা খুললে দূরের আকাশ,
আর আমার নিখুঁত নিসজ্ঞতা-
সবকিছুই তোমার জন্য।
আজকের দিনটি
শুধু তোমাকে ভাবার জন্য ।


আজকের এই দিনে তুমি আমার
জীবনে নেই , হৃদয়ে আছো;
বারবার প্রশ্ন করে জানতে চাই- হৃদয়পুরে কেমন আছো ?

প্যারিস
১৫ মার্চ ২০০৮