কখনো জীবন আনন্দময়
সোনালি সূতোয় গাঁথা,
কখনো জীবন আনন্দহীন,
নির্জনে পড়ে থাকা
শুকনো ঝরা পাতা।


কখনো জীবন পাথর সময়,
মধ্যপথে আটকে পড়া যান,
কখনো জীবন বাঁধ ভাংগা ঢেউ,
উৎসব উচ্ছ্বাসে আন্দোলিত তুমুল প্রান।


কখনো জীবন কঠিন খরা;
ফেটে চৌচির গ্রীষ্মের
তেপান্তের ক্ষেত,
কখনো জীবন বসন্ত বর্ষায়,
কোকিল ও কদম সমেত।


প্যারিস,
০৬,০২,২০০৮