কোথাও নেই, আবার সর্বত্র আছো,
কী ক'রে নিজেকে করেছো এ ব্যাপৃত বিভাজন?
বিভক্ত তুমি আবার
সত্ত্বায় সর্বমহান,
কী ক'রে সংগঠিত এ বিশাল সংগঠন?


বিন্দুগামী অনু ব্যাসার্ধে করে ঘূর্ণন,
অলৌকিক দূরত্ব রয় চিরন্তন ব্যাপিয়া,
সৃষ্টির আদিতে কী অস্ত্বিত্বে ছিলে?
কী আনন্দ পাও সৃষ্টি ও ধ্বংসে মাতিয়া?


মৃত্তিকার কাঠামোয় দিতে পারো প্রান,
দাও-
জীবন কাঠির ছোঁয়া নগন্য পতঙ্গে,
কী হয় না নিলে ফেরত আমাদের এ স্বল্প প্রান?
থাকুক না, অনন্তকাল মৃত্তিকার অংগে!


লন্ডন
৮ মার্চ ২০১৮