মিলনের অদম্য আগ্রহ থাকে যদি মনে,
যদি থাকে প্রেম হৃদয় কাননে,
সমাজ ও ধর্মের বাধা মানে না প্রেমিক,
নিষিদ্ধ প্রেম জয় করে প্রেমিক নির্ভীক।


যদি থাকে সংশয়, মনের বিনিময়-
কদাচিৎ পূর্ণতা পায় বিবাহ বাসরে;
রুপ সৌন্দর্যে নির্মিত প্রেম,
পরাজিত হয় প্রেমিকের অগোচরে।


সত্য প্রেম শরীর নয়, সত্য প্রেম মন,
মনের প্রতীতি হয় শরীরে সংযোজন।


শরীর প্রেমের অবয়ব ,মন মনোরম ছন্দ,
ভালবাসার মন্ত্রে খুলতে হয় মনের কপাট,
অসৎ প্রেমিকের জন্য সে কপাট-
থাকে চিরকাল বন্ধ।


প্রেম কোন পলি নয়,প্রেম খাঁটি মাটি,
জোয়ারের জলে ভেসে আসা পলি;
ধুয়ে যায় পুনর্বার ,
পড়ে থাকে প্রেম-
হৃদয় পুলিনে প্রসূন পরিপাটী।


প্যারিস
২০ ফেব্রুয়ারি ২০০৮