সংগোপন
( উৎসর্গ: পরী)


না, এই লোকালয়ে নয়,
দূরে কোনখানে,
মিহিন রজনী গন্ধার ঘ্রাণ আর
সবুজ পত্র পল্লবের গহীন গোপনে,
ইচ্ছে হয় -তোমাতে হারাই
নিঝুম সংগোপনে।


না, এই লোকালয়ে নয়,
অন্য কোথাও; যেখানে নীল রাশি রাশি,
ইচ্ছে হয় তোমাতে হারাই,
হে প্রিয়তমা, মন চায়-
অহর্নিশ তোমায় ভালবাসি।


না, এই পরিচিতের মাঝে নয়,
অন্য কোনখানে,
ইচ্ছে হয় যাই চলে অন্য কোন শহর,
যেখানে আমি পাবো-
তোমাকে ভালবাসিবার পরিপূর্ণ অবসর।


লন্ডন
২৫ মে ২০১৬