জানি ঘৃনা করো,
তারপরও আমি বারবার ফিরে আসি
নিয়ে অবাধ্য আবেদন। এটি ভালবাসা নয়, জীবনের প্রয়োজন।


দ্বিধা থাকে,রিপুর বাঁকে বাঁকে,
থাকে আঁধারে লুকানো সংকোচ।
শীকরবর্ষী রাতে চুপি চুপি করি প্রসর্পন।
এটি ভালবাসা নয়, সময়ের প্রয়োজন।


জানি প্রত্যাখ্যান আমার অনিবার্য নিয়তি,
তারপরও লোভলুব্ধ আমি গোপনে গোপনে
বাড়াই নির্লজ্জ হাত, পাই অভিসম্পাত,
মুহুর্মুহু প্রেষনায় পান করি,
অনিচ্ছার গরল পারদ,
নিজেকে করতে পারি না কিছুতেই সংবরন।
এটি ভালবাসা নয়, জীবনের প্রয়োজন।


অপেক্ষায় রাখো, থাকি।
মিথ্যা আশ্বাস দাও, দাও ফাঁকি।
আসি আসি বলে করো সমূহ প্রস্থান।
দিনে দিনে অভিনয়ে দারুন দক্ষ হয়ে উঠছো তুমি,
মিছে মিছে কত কিছু বলো-
বলো ভালবাসি জান। হামেশাই বিচলিত মন। আমিও বুঝি- এটি ভালবাসা নয়, সময়ের প্রয়োজন।


লোকমুখে  শুনি  স্বর্গ সুখের গল্প,
'কী অপূর্ব তোমাদের সৌজন্য সংসার'!
কৃত্রিম সুখের বাহারী পোশাকে
ঢাকা থাকে আমাদের বেদনার সম্ভার।
কেউ দেখে না নিশীথের নীরব ক্রন্দন।
তারপরও তোমার এ তীর্থে বার বার ফিরে আসি, ফিরে আসতেই হয়।
এটি ভালবাসা নয়, সময়ের অনিবার্য প্রয়োজন।


লন্ডন
১০-১২ মার্চ ২০১৮