বসন্ত এলো , কিন্তু সে একা আসেনি
নিয়ে এলো এক রঙিন বাতাস,
এক নতুন উচ্ছ্বাস।
সঙ্গে নিয়ে এসেছে তোমার ফেলে যাওয়া স্বপ্নের গন্ধ,
পলাশের ডালে ঝুলতে থাকা সেই অসমাপ্ত প্রেমের বন্ধ।
শিমুলের রঙে লিখেছিলে —
“আসবো দোলে , রাঙ্গাবো তোমায় প্রেমের রং দিয়ে”
বসন্ত এলো ,ফাগুন এলো ,রংও এলো
কিন্তু তুমি এলে না ।
চারিদিকে আনন্দের বাতাস বয়,
রঙের ছোঁয়ায় মাতাল শহর ।
কিন্তু আমার আঙিনায় রয়ে গেলো
অপেক্ষারত বসন্তের প্রহর।।