আঁকা বাঁকা যে পথ খানি ওই পড়ে আছে মোর পায়,
বসি বা কীভাবে পথের ধুলো আমাকে টেনে নিয়ে যায়
ওই যে দূরের সবুজ ফসল-প্রভাত মেশানো ক্ষেতে ;
পথের ধুলো হাওয়ায় হাওয়ায় ঠিকানা দিয়েছে গেঁথে।


আমি জানি সে বসে আছে সেই কৃষ্ণ ভূস্বামী,
তার বাঁশি মোরে বলে যায় সে আমার অন্তর্যামী।