রাতজাগা পাখি
যদিও রাত জাগে,অস্তরাগে,
কণ্ঠ ছিঁড়ে দেয়
গানের কলি,তবুও পথ চলি |


বেহাগ কাঁদে,নদীর বাঁধে,
শুকনো বালির চর
শরীর আমার সুস্থ অনেক
মনেই শুধু জ্বর |


প্রেমিকা আজ অট্টভাষ্যে
হয়তো কোনো ধারাভাষ্যে,
নাট্যচর্চায় লীন আমি ,লীন তুমি....


আজ তাই শিরায় শিরায় টের পাই,
তুমি শুধু দক্ষ অভিনেত্রী হয়ে
করে গেছো নাটক....