জানালার বাইরে ফুটেছে ফুল
আজ আবার সেই দোলনচাঁপা গাছে;
পাতার আড়ালে লুকিয়ে পূর্ণিমার চাঁদ,
আজো  কি  তার  মনে  আছে ?
এই  ভুবন  ভরা
সমস্ত ভালোবাসা,
চাঁদের সমুখেই তো
যতো কাছে আসা ।


বন্দি  হলো  এই  চঞ্চল  মন,
তোমার ওই কাজল কালো আঁখির পাশে;
ছড়িয়ে ছিল ইন্দ্রধণুর সাত রঙের ছটা
যেদিন  ওই  নীল  আকাশে ;
তোমার নয়ন-ঝিলে ভাসিয়ে ছিলাম,
পাল তোলা সেই ছোট্ট নৌকা খানি ;
চোখের  কোনে  স্বপ্ন  মাখা
সেই নৌকা আমার এখনো ভাসে নাকি?


দূরে..আরো..অনেক..দূরে,
সাত  সাগরের  ওপারে ;
সময়ের নক্শি চিকের আড়ালে,
কোন  এক  সুখ নীরে ;
তুমি কি আজো দ্যাখো,
পূর্ণিমার আবেগ ভেজা জোছনা?
মনে  কি  পড়ে  কৈশরের
উত্তাল প্রেমের সেই মোহনা?


এখনো  রাখা  তোমার  চিঠি  গুলো ,
কুলুপ আঁটা পুরোনো সিন্দুকের তলায়;
নানা  রঙের  ডানা  মেলে,
তারা তখন সুধু উড়ে বেড়ায়!
আকাশে... বাতাসে...,
যেন কত.. রঙের প্রজাপতি;
সমস্ত  হৃদয়  জুড়ে  ছিল,
তোমার প্রেমের আকাশ বাতি!


কখনো  একাকিতে
প্রশ্ন জাগে নিজ মনে;
ওই যে আকাশের চাঁদ,
সে হয়তো জানে!!
আছে  যতো  কিছু
আজো গোপন আর অজানা;
আর তোমাকে লেখা  আমার
চিঠি  গুলোর  কি  ঠিকানা !?


কুলুপ আঁটা পুরোনো কোনো
সিন্দুকের  তলায় ??
না সবার অগোচরে ;
তোমার মনের মণিকোঠায়!?
নয়তো বা ছড়িয়ে আছে
তোমার ও অজানায় ... !
মনের অবচেতনে ,
হৃদয়ের কোন বালুকা বেলায় !!


            ************