৭ই জানুয়ারি ২০২১, বিকেলে গঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে, নদীতে বয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো, মানুষের জীবন আর নদী তে বয়ে যাওয়া জলের মধ্যে কোথাও একটা সামঞ্জস্য আছে।


           *একলা*


চলেছি আমি একাকী,
                       অজানা পথ ধরে,
চলেছি দিবা রাত্রি বারোমাস
                            যুগ  যুগান্তরে।


রেখেছিল  ভালোবাসার
             বেড়াজালে আবদ্ধ করে,
দুহাতে জড়িয়ে ধরে রাখতে
                    চেয়েছিল  আমারে।


বাঁধন  হারা  আমি
             চলেছি নিয়তির নির্দেশে,
ভুলে যেতে নাম, গোত্র
                   পরিচয় যাত্রা শেষে।


সবার মাঝে একলা আমি
                আজো চলেছি নীরবে,
মান অভিমানের পালা শেষে
                ফুরিয়ে  যাব  নীরবে।।
  
                          শুভেন্দু বাগচী