বাড়িতেও তো ছিল আলো,
কাটছিল যে বড়ো ভালো।
নানারকম আলো দেখতে গেল কেন দূরে?
বারংবার বলেও স্বেচ্ছায় যাচ্ছে পরপারে।


নতুন বছরের আনন্দ উল্লাসে,
বিধিনিষেধ উপেক্ষা করে ছুটছে রুদ্ধশ্বাসে।
আজ আমরা আছি কাল নাও পারি থাকতে,
চলছে কঠিন সময় মানুষ কী করে যে পারছে ভুলতে?


আজও যদি না ফেরে চেতনা,
সতর্ক করেছিল যারা তাদের যেন দায়ী করো না।
আলোর পরেই আসে অন্ধকার,
তাই সচেতন থেকো বলছি বারংবার।


দেখো যুদ্ধ শেষে জয়ী হব অবশ্যই আমরা,
শুধু পাশে যেন থেকো তোমরা।
অন্ধকার কাটিয়ে একদিন উঠবে নব সূর্যোদয়ের আলো,
ঘুচে যাবে জগতের যত আছে সব আঁধার-কালো।