আজকের দিনে মানবজাতি একে অপরকে করে ব্যবহার,
প্রয়োজন শেষে অকৃতজ্ঞ হয়ে করে তিরস্কার।
সকল মানুষের উচিৎ ঠিক রাখা ব্যবহার,
তবেই সম্পর্ক ভালো হবে এই সমাজের সবার।


মানুষ আজ বেশিরভাগ হয়ে গেছে স্বার্থপর,
ব্যবহার করে এগিয়ে যেতে চায় বারবার।
মানুষ যখন বুঝতে পারে করছে তার ব্যবহার,
তখন সে অনুভব করে মানুষ কতটা স্বার্থপর।


আজকের দিনে নেই তেমন কোন ভালো সখা,
সবটাই স্বার্থের জন্য নাটক রচনার লেখা।
আমি কোন অকৃতজ্ঞের কথা ভুলছি না,
তাদের ক্ষমা করার কথা বলছি না।


মানুষ উপকার ভুলে পরিচয় দেয় যখন স্বার্থপরতার,
তখন, প্রকাশিত হয় তার হীন মানসিকতার।
যদি বুঝতে পারো কেউ করছে তোমার ব্যবহার,
তাহলে তাকে তৎক্ষণাৎ করো বহিষ্কার।